| |
               

মূল পাতা জাতীয় কাল নতুন ইসির প্রথম বৈঠকে, যা বললেন সিইসি


কাল নতুন ইসির প্রথম বৈঠকে, যা বললেন সিইসি


রহমত ডেস্ক     27 February, 2022     06:19 PM    


নতুন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে। দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি। প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ, সব রাজনৈতিক দলের অংশিদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সবার সহযোগিতা লাগবে। আমাদের সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে।

আজ (২৭ ফেব্রুয়ারি) রবিবার বিকালে শপথ গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শপথ নেওয়া নতুন চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে আজ (২৭ ফেব্রুয়ারি) রবিবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার-সিইসি সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ৪ জন নির্বাচন কমিশনার-ইসি শপথ গ্রহণ করেছেন। প্রথমে সিইসিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর বাকি চার কমিশনারকেও শপথবাক্য পাঠ করান তিনি।  সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনায় এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, নির্বাচন কমিশন-ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।