| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যা বলছে ফিলিস্তিনের হামাস


ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যা বলছে ফিলিস্তিনের হামাস


আন্তর্জাতিক ডেস্ক     27 February, 2022     09:07 AM    


ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুসা আবু মারজুক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন একমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ইতি ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেন সংকটের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, রাশিয়ার মোকাবেলায় যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা আমেরিকার নেই।

এর আগে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন নেতা বলেছেন, আমেরিকার ওপর ভরসাই ইউক্রেনের বড় ভুল। অন্যের ওপর নির্ভর করে যুদ্ধ করা যায় না।

যুদ্ধ শুরুর পর আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।

এরপর পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে কিছু সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে ।

-পার্সটুডে