| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ৬ দফা দাবিতে কাসেমুল উলুম মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ


৬ দফা দাবিতে কাসেমুল উলুম মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ


রহমত ডেস্ক     26 February, 2022     07:11 PM    


কুমিল্লা শহরের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম মাদরাসার কমিটির সদস্য মু. ফয়সালকে বহিস্কারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন মাদরাসার শিক্ষার্থীরা। দাবি না মানলে বোর্ড পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। আজ ( ২৬ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১ টায় ছাত্ররা মাদরাসার মাঠে বিক্ষোভে নামেন৷ নাম প্রকাশ্যে অনিচ্ছুক মাদরাসা সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, মাদরাসার শুরা ও আমেলা কমিটির সদস্য মু ফয়সাল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মাদরাসার শিক্ষক-ছাত্রদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছেন৷ এছাড়াও নানা অজুহাত দেখিয়ে ছাত্র-শিক্ষকদের হেনস্থা করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ কমিটির সদস্য মু. ফয়সাল কিছুদিন আগে এক ছাত্রকে মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

৬ দফা দাবি নিয়ে করা বিক্ষোভ থেকে ছাত্ররা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৷ ছাত্ররা তাদের দাবি মাদরাসা মোহতামিম বরাবর পাঠিয়েছে। শিগঘির বৈঠকের মাধ্যমে মাদরাসা কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এদিকে বিক্ষোভ থেকে জানিয়েছেন, অনতিবিলম্বে কমিটির সদস্য মু. ফয়সালকে মাদরাসার সকল কমিটির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ঘোষণা করতে হবে৷ তাকে বহিষ্কার না করা হলে ছাত্ররা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছে৷

শিক্ষার্থীরা ৬ দফা দাবি : ১. জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার বর্তমান মজলিসে শুরা ও মজলিসে আমেলার সদস্য মু. ফয়সালকে অনতিবিলম্বে জামিয়ার মজলিসে শুরা ও আমেলাসহ সকল কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে৷ ২. বিগত দিনে ছাত্র ও শিক্ষকদের সাথে কৃত বেয়াদবীমূলক আচরণের জন্য সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷ ৩. জামিয়ার মজলিসে শুরা ও মজলিসে আমেলাসহ অন্যান্য কমিটির সদস্যরা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না৷ ৪. জামিয়ার যেকোন কমিটির সদস্য জামিয়ার ছাত্র ও শিক্ষকদের দায়িত্ব আদায়/অনাদায়ের ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না৷ কোন অভিযোগ বা আপত্তি থাকলে, তা জামিয়ার মুহতামিম সাহেবকে অবহিত করবে৷ ৫. জামিয়ার যেকোন কমিটির সদস্যগণ ছাত্র ও শিক্ষকদের যেকোনো অন্যায় বা অপরাধের কারনে ছাত্র ও শিক্ষককে কোন প্রকারের হুমকি-ধমকি, বকাঝকা ও প্রহার করতে পারবে না৷ ৬. জামিয়ার সিসি ক্যামেরার শতভাগ নিয়ন্ত্রণ জামিয়ার মুহতামিম বা শিক্ষকদের কাছে থাকবে, বহিরাগত কারো কাছে সিসি ক্যামেরার মনিটর বা নিয়ন্ত্রণ থাকতে পারবে না৷ উপরোক্ত আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না এবং বেফাক, হাইয়া ও মাদরাসার বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিলাম৷