| |
               

মূল পাতা রাজনীতি ৩১ মার্চ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


৩১ মার্চ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


রহমত ডেস্ক     26 February, 2022     09:15 PM    


দেশে ইসলামী শিক্ষা সংকোচনের ষড়যন্ত্র এবং মাদকের বিস্তার প্রতিরোধে আগামী ৩১ মার্চ রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ (২৬ ফেব্রুয়ারি) শনিবার  চরমোনাইর মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-বুদ্ধিজীবী সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলননের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দীন আহম্মেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক সংসদ সদস্য ডা. আক্কাস আলী সরকার প্রমুখ।

চরমোনাইর পীর বলেন, চট্টগ্রামের বইমেলায় ইসলামী বই নিষিদ্ধ করার মাধ্যমে সরকার দেশে হিন্দুত্ববাদী সংস্কৃতি চালুর অপচেষ্টায় মেতে উঠেছে। স্কুল-কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। দেশ আজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কবলে পড়েছে। দেশকে এ বেহাল অবস্থা থেকে উদ্ধার করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপথগামীদের আত্মশুদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। দলীয় সরকারের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেছে জনগণ ভোট দিতে পারেনি, আবার প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে বাধাগ্রস্ত হয়েছেন।