| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ‘শয়তান তাকাব্বুরের মাধ্যমেই সবচেয়ে বেশি ধোঁকা দেয়’


‘শয়তান তাকাব্বুরের মাধ্যমেই সবচেয়ে বেশি ধোঁকা দেয়’


রহমত ডেস্ক     23 February, 2022     02:48 PM    


জমিয়তে উলামায়ে হিন্দ-একাংশের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেছেন, শয়তান যে জিনিসটির মাধ্যমে একজন খাঁটি আলেমকে সবচেয়ে ভয়ঙ্করভাবে ধোঁকা দিতে পারে তা হলো ‘তাকব্বুর’, অহংকার প্রদর্শন করা। আর শয়তান আলেমকে ধোঁকা দেয় নিজের ‘ইলমের তাকাব্বুর’, নিজের অনেক জ্ঞান, ইলম আছে এমন ধারণা আলেমের মাঝে প্রোথিত করে দেয়ার মাধ্যমে। কারণ, ইলম দুনিয়া ও আখিরাতের সবচেয়ে মূল্যবান বস্তু। তাই ইলমের মাধ্যমে আলেমকে ধোঁকা দেয়া শয়তানের জন্য অত্যন্ত সহজ একটি কাজ। তাই ভাইয়ো, একজন আলেমের এক্ষেত্রে খুবই সাবধানী হওয়া উচিত। কখনো তাকাব্বুর বা অহংকার প্রদর্শন করা উচিত না। কারণ অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার ছাত্রদের উদ্দেশে বয়ানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মাদরাসা মসজিদে আছরের নামাজ আদায় করেন।

মাওলানা মাহমুদ আসআদ মাদানী বলেন, আপনারা কী জন্য মাদরাসায় এসেছন, দুনিয়ার ধনসম্পদ কামানোর জন্য? নাকি প্রসিদ্ধি উপার্জনের জন্য? কোনোটার জন্যই আপনারা মাদরাসায় আসেন নাই, আপনারা মাদরাসায় এসেছেন একমাত্র ইলম হাসিলের জন্য। যদি আপনারা অন্য কোনো উদ্দেশ্যে মাদরাসায় এসে থাকেন, তাহলে এখনই আপনার ইচ্ছাকে পরিবর্তন করুন। অন্যথায় মাদরাসার এই ইলম আপনার কোনো কাজে আসবে না।

বাংলাদেশে তিন দিনের সফরে সোমবার  (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম মাওলানা মাহমুদ আসআদ মাদানী। একই দিন বাদ মাগরিব জামিআ ইকরা বাংলাদেশে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বিশ্ববিখ্যাত ‘নকশে হায়াত’ গ্রন্থের বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান করেন। পরে জামিআ ইকরার খতমে বুখারী অনুষ্ঠানেও অংশ নেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট গমন করবেন। সেখানে দারুল উলূম কানাইঘাট মাদরাসার মাহফিলে যোগদান করে সেদিন রাতেই পুনরায় ঢাকা ফিরবেন তিনি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাওলানা ইয়াহয়া মাহমুদ পরিচালিত জামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীর খতমে বুখারী মাহফিলে যোগদান করবেন। পরদিন  সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করবেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী। তবে বিমানের শিডিউল পরিবর্তনের কারণে পূর্বনির্ধারিত কিছু প্রোগ্রামে রদবদল হতে পারে।