| |
               

মূল পাতা রাজনীতি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত সহ্য করা হবে না : খেলাফত মজলিস


রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত সহ্য করা হবে না : খেলাফত মজলিস


রহমত ডেস্ক     23 February, 2022     05:58 PM    


হাইকোর্টে বারবার শুনানির চেষ্টা করে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার দলের সহ প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বর্তমান বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে নতুন করে চক্রান্ত করে কোন লাভ হবে না। যারা এ অপচেষ্টায় লিপ্ত আছেন তাদেরকে সংবিধান ভালোভাবে পড়া উচিৎ। কারণ রাষ্ট্রধর্ম ইসলাম সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারবে না, করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। যারা এ বিষয়ে বার বার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তারা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছেন। তাদের এসব চক্রান্ত আর সহ্য করা হবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে ও থাকবে। ইসলামী রাজনীতিও আছে এবং থাকবে ইনশাআল্লাহ।