মূল পাতা মুসলিম বিশ্ব মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন ইমরান খান
মুসলিম বিশ্ব ডেস্ক 22 February, 2022 08:19 PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিভিশন বিতর্ক করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মধ্যকার বিবাদমান বিষয়গুলো সমাধানের লক্ষ্যে এ বিতর্কের আহ্বান জানান তিনি। তবে ইমরান খানের এমন মন্তব্যে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমি টেলিভিশনে নরেন্দ্র মোদির সাথে বিতর্ক করতে চাই। এই বিতর্কের মাধ্যমে দুইদেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করা গেলে উপমহাদেশের শত কোটি মানুষ উপকৃত হবে বলে আশা করি।
এদিন ইমরান খান বলেন, তাঁর সরকারের নীতি হল প্রতিবেশী সবকটি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ক্ষমতায় এসে সেই বার্তাও দিয়েছিলেন তিনি। ইমরান খানের কথায় , 'বর্তমানে ভারত পাকিস্তানের একটি শত্রু দেশ হয়ে উঠেছে। যার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও।'
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানকে ভারত জানিয়েছে যে, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। ভারতের এমন বার্তার পরই ইমরান খান টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন মোদিকে।
সূত্র, এনডিটিভি