| |
               

মূল পাতা সারাদেশ টিকাপ্রত্যাশীদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও পুলিশের ধাক্কাধাক্কি, আহত ১৫


টিকাপ্রত্যাশীদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও পুলিশের ধাক্কাধাক্কি, আহত ১৫


রহমত ডেস্ক     22 February, 2022     04:23 PM    


সাভারে টিকাপ্রত্যাশীদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাভার হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৬ স্বেচ্ছাসেবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিবন্ধন ছাড়া এ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আজ দ্বিতীয় দিন সকাল থেকে মানুষের ঢল নামে। এ সময় শৃঙ্খলা না মেনে অনেকেই ধাক্কাধাক্কি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেল স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়েমুর হুদা জানান, শৃঙ্খলা মানলে সবাই টিকা পাবে। এ ছাড়া আরও কয়েকটি কেন্দ্র থেকেও টিকা নেওয়ার সুযোগ রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা সাভার