| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি


তালেবান স্পেশাল ফোর্স

আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি


মুসলিম বিশ্ব ডেস্ক     16 February, 2022     11:02 AM    


আফগানিস্তানের আটক ৭০০ কোটি ডলার ছেড়ে দিতে ওয়াশিংটন অস্বীকৃতি জানালে আমেরিকার ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান।

আটক ওই ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ নাইন-ইলেভেনে ক্ষতিগ্রস্ত লোকজনের পরিবারকে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেছেন। তিনি এমন সময় আফগান জনগণের সম্পদ ডাকাতি করে ১১ সেপ্টেম্বরের ভুক্তভোগীদের দেয়ার সিদ্ধান্ত নিলেন যখন ৯/১১ হামলায় আফগানিস্তানের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। 

বাইডেনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আফগানিস্তানের তালেবান বলেছে, “তাদের অর্থ আটকের মানে হচ্ছে ওই অর্থ চুরি করা হয়েছে এবং এটি আমেরিকার জন্য মারাত্মক ধরনের নৈতিক অবক্ষয়।

তালেবানের সহকারি মুখপাত্র ইমানউল্লাহ সামানগানি বলেন, যদি আমেরিকা তার অবস্থান থেকে সরে না আসে এবং উসকানিমূলক তৎপরতা অব্যাহত রাখে তাহলে আফগানিস্তানও আমেরিকার ব্যাপারে নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় যে হামলা হয়েছে তার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই।

যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান যখন মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের মুখে রয়েছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তখন আমেরিকা কাবুল সরকারের ৭০০ কোটি ডলার আটকে দিয়েছে। আফগান সরকারের হাতে যে ৯০০ কোটি ডলারের বৈদেশিক তহবিল রয়েছে তার মধ্যে একা আমেরিকাই আটকে দিয়েছে ৭০০ কোটি ডলার। বাকি বৈদেশিক তহবিল জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে রয়েছে।

-পার্সটুডে