| |
               

মূল পাতা আন্তর্জাতিক খোলা মাঠে দুই লাখ কেজি গাঁজা পোড়ালো পুলিশ


খোলা মাঠে দুই লাখ কেজি গাঁজা পোড়ালো পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক     13 February, 2022     07:37 AM    


ভারতের অন্ধ্রপ্রদেশে খোলা মাঠে প্রায় দুই লাখ কেজি গাঁজা একসঙ্গে জ্বালিয়ে দেয়া হয়েছে। গত দুই বছর ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে পুলিশ। খবরে বলা হয়, পুড়িয়ে ফেলা এসব গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং বলেন, ওডিশার ২৩ জেলা ও বিশাখাপত্তনমের উপজেলায় মাওবাদীরা গাঁজা চাষে উৎসাহিত করে। পুলিশ বিশেষ অভিযানে ৩১৩টি গ্রাম ও ১১টি উপজেলার গাঁজা ধ্বংস করেছে। অন্ধ্র-ওডিশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ ও মাদকের অবৈধ পরিবহনে জড়িত রয়েছে।

অন্ধ্র প্রদেশের পুলিশের তথ্য অনুযায়ী, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত ১৫শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে ৫৭৭টি। এছাড়া গাঁজা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ৩১৪টি যান জব্দ করেছে পুলিশ।