| |
               

মূল পাতা আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে যুক্তরাজ্যের রাস্তায় হাজারও মানুষের বিক্ষোভ


জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে যুক্তরাজ্যের রাস্তায় হাজারও মানুষের বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক     13 February, 2022     08:10 AM    


যুক্তরাজ্যে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে। বিক্ষোভ ছড়িয়েছে লন্ডন, ম্যানচেস্টার, এডিনবার্গসহ কমপক্ষে ২৫টি শহরে।

গত ডিসেম্বরে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতি দেখে যুক্তরাজ্য। এখন আরেক দফা বাড়ানো হচ্ছে জ্বালানির দাম। এর জেরেই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেন জুড়ে।

আন্দোলনের উত্তাপ লন্ডনসহ ছোটবড় ২৫টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছেন, শুধু জ্বালানিই নয়, বাড়িভাড়াসহ বেড়েছে জীবনযাত্রার সব ধরনের ব্যয়। যেভাবে দাম বাড়ানো হচ্ছে বেতন সেভাবে বাড়ছে না। সামর্থ্য না থাকায় বাসা ছেড়ে দিয়ে ছোট বাসাও নিয়েছেন অনেকে। বলছেন, রাস্তায় তো কান্না করতে পারি না। তাই বিক্ষোভে নেমেছি।

ম্যানচেস্টারে বিক্ষোভকারী দলের প্রধান ক্রিস নেভিলি বলছেন, গেলো বছরের ডিসেম্বরে একবার দাম বৃদ্ধি করা হয়েছে। কয়েক মাস না যেতেই জ্বালানির দাম ফের ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। জীবন বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা, বললেন তিনি।