| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মুহাম্মাদ


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মুহাম্মাদ


মুসলিম বিশ্ব ডেস্ক     05 February, 2022     03:39 PM    


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। ৯৬ বছর বয়সী এই নেতা গত কয়েকদিন ধরে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

শনিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। তবে বাড়িতে ফিরলেও এখনই কোনো দর্শনার্থীর সাথে দেখা করতে পারবেন না মাহাথির। খবর ব্লুমবার্গের।

এক বিবৃতিতে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা অব্যাহত রাখার জন্য নজর রাখবে তারা। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা অব্যাহত রাখা হবে।

বিভিন্ন মেয়াদে দুই যুগেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মুহাম্মাদ। তিনিই এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থেকেছেন।

গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।