| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সস্ত্রীক ওমিক্রনে আক্রান্ত এরদোয়ান


সস্ত্রীক ওমিক্রনে আক্রান্ত এরদোয়ান


মুসলিম বিশ্ব ডেস্ক     05 February, 2022     08:28 PM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও তার স্ত্রী আমেনা এরদোগান। আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি নিজেই।

এরদোয়ান তার টুইটে বলেন, ‘হালকা কিছু লক্ষণ অনুভব করার পর আমার স্ত্রী ও আমার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। ভাগ্য ভালো যে, আমাদের সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি। বাসা থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরদোয়ান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টাও করছেন।