| |
               

মূল পাতা রাজনীতি রাজনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে : চরমোনাই পীর


রাজনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে : চরমোনাই পীর


রহমত ডেস্ক     05 February, 2022     10:04 PM    


চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সারাদেশে রাজনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে।

আজ (৫ ফেব্রুয়ারি) শনিবারইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদে নতুন চারজন নেতাকে শপথবাক্য পাঠ করানো হয়।

চরমোনাই পীর বলেন, যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে। পক্ষান্তরে যুবসমাজ যদি আদর্শবিচ্যূত হয়ে পড়ে তাহলে সে জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। এজন্য চলমান দাওয়াতী মাসে দেশব্যাপী ব্যাপক উৎসাহে কাজে ঝাপিয়ে পড়তে হবে। নববী আদর্শের পাল্লা ভারি করতে হবে। যুবকদের বিপুল শক্তি ও উদ্দীপনা থাকে, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হলে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যুব আন্দোলনের কাছে অনেক প্রত্যাশা রাখি, তোমাদেরকে তা পূরণ করতে ধৈর্য্য, কর্ম উদ্দীপনা ও মুরব্বিদের নির্দেশনা মোতাবেক অগ্রসর হতে হবে। বড়দের সিদ্ধান্তের ভেতরে খায়ের ও বারাকাহ থাকে, সবসময় তা মেনে চলতে সচেষ্ট থাকবে।