| |
               

মূল পাতা রাজনীতি গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিটে নতুন কমিটি


গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিটে নতুন কমিটি


রহমত ডেস্ক     31 January, 2022     11:58 AM    


গাজীপুরে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের আটটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভা হয়। সভায় গাজীপুর জেলার ৮টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।

গাজীপুর সদর উপজেলা : আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব মো. ইউনুস আলী। এছাড়াও যুগ্ম আহ্বায়ক- ১. নাজমুল আলম সরকার, ২. জাহাঙ্গীর আলম, ৩. সাইফুল ইসলাম মোল্লা, ৪. মাসুদ রানা, ৫. জসীম তাজ, ৬. মো. কামরুজ্জামান, ৭. মাহবুব আসাদ, ৮. কবির হোসেন, ৯. জহিরুল ইসলাম রানা, ১০. মো. খোরশেদ আলমসহ কমিটিতে ৩১ সদস্য রয়েছেন।

কালিয়াকৈর উপজেলা : আহ্বায়ক শামসুজ্জামান সিবলু বকসি, সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা। যুগ্ম আহ্বায়ক- ১. অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস, ২. ইব্রাহিম হোসেন তুহিন, ৩. মো. ওয়াসিম, ৪. মো. আওলাদ হোসেন, ৫. বদরুল হাসান তানিম সরকার, ৬. ইসরাক আহম্মেদ অর্নব, ৭. নাজমুল আলম, ৮. রফিকুল ইসলাম (বোয়ালী), ৯. সিরাজুল ইসলাম সিরাজ, ১০.আশরাফুল ইসলাম মন্ডল, ১১. রাসেল হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কালিয়াকৈর পৌর : আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, সদস্য সচিব মো. মহসিন মোল্লা। যুগ্ম আহ্বায়ক- ১. মো. জয়নাল আবেদীন, ২. হাজী মো. কবির চৌধুরী, ৩. মো. মোতাহার হোসেন, ৪. মাহফুজুর রহমান ইকু, ৫. আজিম পাটোয়ারী, ৬. আবু রায়হান রনি, ৭. মো. মনির খান, ৮. মো. আবুল হোসেন, ৯. পারভেজ খন্দকার, ১০. নাজমুল হাসান, ১১. মো. আব্দুস সালম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা : আহ্বায়ক মো. জোবায়ের খান, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক- ১.শাহাদাত হোসেন নাছিম, ২. মো. তোফাজ্জল হোসেন মোফা, ৩. মো. মাসউদুল হাসান শামীম, ৪. মো. কামাল রাজ, ৫. ইসমাইল হোসেন, ৬. মো. মোজাম্মেল হোসেন, ৭. মো. শাহ জাবেদ, ৮. মো. এনায়েত চৌধুরী লাভলু, ৯. মো. মইনুল ইসলামসহ ৩১ সদস্য রয়েছেন কমিটিতে। কালিগঞ্জ পৌর : আহ্বাবায়ক মো. আশরাফ চৌধুরী শাওন, সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম রিপন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. মাহবুবুর রহমান জুয়েল, ২. মো. মকবুল হোসেন, ৩. মো. পনির খন্দকার, ৪. মীর আফজাল হোসেন পাপ্পু, ৫. মো. আরিফ খান, ৬. মো. আমিন আহমেদ শরিফ, ৭. মো. আলম বাদশা, ৮. মো. আলী হোসেন, ৯. মো. হানিফ মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

শ্রীপুর উপজেলা : আহ্বায়ক মাহাবুবুর রহমান সোহেল খান, সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারী। যুগ্ম আহ্বায়ক- ১. মো. রাসেদুল ইসলাম নয়ন, ২. আতিকুল ইসলাম মোড়ল, ৩. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, ৪. সুমন সিকদার, ৫. রেজাউল করিম রিপন, ৬. মো. সরাফত হোসেন, ৭. আবু বক্কার, ৮. মো. সাইফুল ইসলাম, ৯. অ্যাডভোকেট দবির আহম্মেদ, ১০. মো. ফরিদ আহমেদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। শ্রীপুর পৌর : আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, সদস্য সচিব শামসুল হক ভূঁইয়া শ্যামল। যুগ্ম আহ্বায়ক- ১. সাখাওয়াত হোসেন, ২. হুমায়ন কবির, ৩. মো. ফোরকান উদ্দিন পলাশ, ৪. ফজলুল হক নয়ন, ৫. সুমন আহম্মেদ পাপ্পু, ৭. নিজাম উদ্দিন, ৮. মাসুম হোসেন ভূঁইয়া, ৯. জাকির হোসেন, ১০. রিফাত রায়হানসহ কমিটিতে ৩১ সদস্য রয়েছেন।

কাপাসিয়া উপজেলা : আহ্বাবায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক- ১. নুরুল কবির রুহুল, ২. মোফাজ্জল হোসেন ইফতি, ৩. কাজী রাশেদুল ইসলাম, ৪. মো. রাশিদুল ইসলাম রাসেল, ৫. হাবিবুর রহমান হাবিব, ৬. মো. রুবেল ব্যাপারী, ৭. সাইফুল ইসলাম ফরাজী, ৮. মো. দোলোয়ার হোসেন, ৯. রাশেদুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।