| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত গাজীপুরে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন


গাজীপুরে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন


রহমত ডেস্ক     26 January, 2022     02:16 PM    


গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।  আজ বুধবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। এ সময়  মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করা হয়।  

এরপর তাকে নির্দোষ দাবি করে তার আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বি অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে গত ৩০ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করেন।  

গত বছরের ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরের দিন র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।  

এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় গত বছরের ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।