| |
               

মূল পাতা জাতীয় বঙ্গবন্ধু মেডিকেলে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন


বঙ্গবন্ধু মেডিকেলে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন


রহমত ডেস্ক     25 January, 2022     11:16 AM    


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদকে কমিটির প্রধান করে এ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ আগে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৫ মিনিটের দিকে ‘ডি’ ব্লকের ১৪তলায় ভবনের বাইরে কার্নিশে আগুনের সূত্রপাত হয়। এসময় হাসপাতালের আনসারসহ অনান্য স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিমও সেখানে চলে আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ১৪ তলায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে চলে যান। 

এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনের ভেতরে আগুনের কোনো ঘটনা ঘটেনি। ডি ব্লকের ১৪তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বাথরুম সংলগ্ন ভবনের বাইরে কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এ আগুনের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট সেবন করে না নিভিয়ে তা ফেলে দেওয়ায় এ আগুনের সূত্রপাত হতে পারে।