রহমত ডেস্ক 23 January, 2022 07:25 PM
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায় না। কয়েকটা চামচা ও সুবিধাভোগী ছাড়া কেউ এ সরকারের পক্ষে কথা বলে না। মানুষ জানে এ সরকার খারাপ। মানুষ অতিষ্ঠ। মানুষ বলে, এ সরকার ক্ষমতা থেকে যায় না কেন। এ কারণেই যখন মার্কিন নিষেধাজ্ঞা আসে, তখন মানুষ খুশি হয়। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। একটা স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ, মিথ্যাবাদীদের সরিয়ে দিতে চাই। এর জন্য লড়াই চলবে। ১৯৬৯ আসাদের মৃত্যুতে লাখো মানুষ জড়ো হয়েছিল। এখনও তো মানুষ মারা যাচ্ছে, এখন কেন ৬৯ আবার জাগে না? সেই সময় থেকে এখন রাজনৈতিক কর্মী অনেক বেশি তারপরও কেন অভ্যুত্থান হচ্ছে না।
আজ (২৩ জানুয়ারি) রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শহীদ আসাদ পরিষদ আয়োজিত শহীদ আসাদ স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, বরিশাল -১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, শহীদ আসাদের ছোট ভাই ডা. এম নুরুজ্জামান প্রমুখ।
মান্না বলেন, তোফায়েল আহমেদ সকল অভ্যুত্থানের নায়ক ছিলেন তিনি আজ দৃশ্যমান না। তিনি আজ কী করছেন তা আমরা জানি না। তার মানে ইতিহাসগুলো আমরা গিলে খাচ্ছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চেয়েছে। ভিসি বলছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার আমাকে বলে। অর্থাৎ কোনও বিশ্ববিদ্যালয়ের ভিসির সরকারের অনুমতি ছাড়া পদত্যাগেরও ক্ষমতা নেই।