| |
               

মূল পাতা জাতীয় গত বছর সড়কে প্রাণ গেছে ৭৮০৯ জনের


গত বছর সড়কে প্রাণ গেছে ৭৮০৯ জনের


রহমত ডেস্ক     23 January, 2022     01:41 PM    


গেলো ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৩৯ জন।

রোববার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, করোনায় ৮৫ দিন গণপরিবহন বন্ধ থাকার পরেও গত বছর ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছেন। একই সময় রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত হয়েছেন। নৌপথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছে।সবমিলেয়ে ৬ হাজার ২১৩টি দুর্ঘটনায় ৮ হাজার ৫১৬ জন নিহত ও ৯ হাজার ৭৫১ জন আহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মোট দুর্ঘটনার ৫৪.০৭ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২. ১৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬. ১৩ শতাংশ খাদে পড়ে, ৬. ২১ শতাংশ বিবিধ কারনে, ০. ৫৩ শতাংশ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৮৭ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ তুলে ধরা হয়। বিশেষ করে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, রাস্তাঘাটে ত্রুটি, ফটিনেসবিহীন যানবাহণ, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনা বেশি ঘটে।