| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে জরুরি ত্রাণসামগ্রী পাঠাবে তুরস্ক


আফগানিস্তানে জরুরি ত্রাণসামগ্রী পাঠাবে তুরস্ক


মুসলিম বিশ্ব ডেস্ক     23 January, 2022     02:57 PM    


আফগানিস্তানে খাদ্য সংকট দূরিকরণে ৮০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে দেশটির দাতব্য সংস্থা আফগানিস্তানের মানুষের জন্য এ খাদ্য সহায়তা পাঠাচ্ছে। খবর ইয়েনি সাফাকের।

এর আগে গত বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগান জানান, সরকারিভাবে ৭০০ টন জরুরি ত্রাণ পাঠানো হবে আফগানিস্তানে। খাদ্যপণ্য ছাড়াও শীতবস্ত্র, ওষুধ ও জরুরি পণ্যসামগ্রী রয়েছে ওই ত্রাণের মধ্যে।

১০টি এনজিওর মাধ্যমে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে পাঠানো হবে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর আমেরিকাসহ আরো কয়েকটি পশ্চিমা দেশ আফগানিস্তানের পাওনা টাকা আটকে দিয়েছে। শত শত কোটি ডলারের এই অর্থ সময়মতো আফগানিস্তানের পৌঁছালে দেশটির পক্ষে চলমান দুর্দশা কাটিয়ে ওঠা সম্ভব হতো। কিন্তু পশ্চিমা দেশগুলোর এ পদক্ষেপের ফলে আফগানিস্তান বর্তমানে একটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।