| |
               

মূল পাতা আন্তর্জাতিক সরাসরি সম্প্রচারের সময় দুর্ঘটনার শিকার হলেন এক নারী সাংবাদিক


সরাসরি সম্প্রচারের সময় দুর্ঘটনার শিকার হলেন এক নারী সাংবাদিক


আন্তর্জাতিক ডেস্ক     21 January, 2022     07:49 AM    


যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় আবহাওয়া সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী সাংবাদিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিককে একটি গাড়ি এসে ধাক্কা দেয়। হান্টিংটনের এনবিসি অ্যাফিলিয়েট ডাব্লুএসএজেড চ্যানেলের টরি ইয়র্জি নামে ওই নারী সাংবাদিক উপস্থাপক টিম ইরের মাধ্যমে দর্শকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে ক্যামেরার ফোকাসের বাইরে চলে যান।

এর পরপরই উঠে ফের লাইভ শুরু করেন ওই নারী সাংবাদিক। তিনি বলেন, এইমাত্র আমাকে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। কিন্তু আমি ঠিক আছি। এরপর আবহাওয়া প্রতিবেদন নিয়ে পূর্ব নির্ধারিত বক্তব্য শেষ করেন এই নারী সাংবাদিক।