| |
               

মূল পাতা আন্তর্জাতিক মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে পুতিনের অবস্থান, ফোনে ধন্যবাদ জানালেন ইমরান


মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে পুতিনের অবস্থান, ফোনে ধন্যবাদ জানালেন ইমরান


আন্তর্জাতিক ডেস্ক     18 January, 2022     10:05 AM    


মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জোড়ালো বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (১৭ জানুয়ারি) এক টেলিফোন কথোপকথনে রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাক প্রধানমন্ত্রী। 

এক টুইট বার্তায় পাকিস্তানি প্রধানমন্ত্রী লেখেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। তাঁর জোরালো বক্তব্যের কারণে আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কেননা বাকস্বাধীনতা আমাদের মহানবী (সা.)-কে অপব্যবহার করার অজুহাত হতে পারে না। তিনিই প্রথম পশ্চিমা নেতা যিনি প্রিয় নবী (সা.) ও মুসলিমদের অনুভূতির প্রতি সহানুভূতি ও সংবেদনশীলতা প্রদর্শন করেছেন।

গত ২৩ ডিসেম্বর মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন মহানবী মুহাম্মদ (সা.)-এর অবমাননা মতপ্রকাশের স্বাধীনতা নয় বলে মন্তব্য করেন। এ ছাড়া মহানবীর অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্ম পালন করে তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন বার্তা সংস্থা থেকে জানা যায়, সেই সম্মেলনে তিনি ফরাসি সাময়িকী শার্লি এবদোতে মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপাত্মক কার্টুন প্রচারের তীব্র সমালোচনা করেন। প্রতিবেদনে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়, এ ধরনের কাজগুলো চরমপন্থা ও প্রতিশোধের জন্ম দিয়েছে। কোনোভাবেই অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে ২৩ ডিসেম্বর পুতিনের ওই বক্তব্যের পর এক টুইটার বার্তায় তাঁকে সমর্থন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছিলেন, 'মহানবী (সা.)-এর অবমাননা কোনো অবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা নয়' পুতিনের এমন বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমাদের উচিত পুতিনের বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা।

সূত্র : ডন