| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্বে আরও সোয়া ১৯ লাখ শনাক্ত, মৃত্যু ৫ হাজার


বিশ্বে আরও সোয়া ১৯ লাখ শনাক্ত, মৃত্যু ৫ হাজার


রহমত ডেস্ক     18 January, 2022     11:52 AM    


বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।  নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনে। এদিকে করোনায় সারাবিশ্বে নতুন করে মারা গেছেন আরও ৪ হাজার ৯৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জনে।

মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

দিনে সর্বোচ্চ ৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে মারা গেছেন ৪ শতাধিক রোগী। সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ভারতে ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। মারা গেছেন ৩শ’র বেশি।

এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে বেশি ৬৭০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে দেশটিতে শনাক্ত হয়েছে মাত্র ৩০ হাজার রোগী। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনায় মারা গেছে ১ থেকে ৩ শতাধিক করে মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার।