| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া দারুল মা’আরিফের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন


জামিয়া দারুল মা’আরিফের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন


রহমত ডেস্ক     16 January, 2022     09:16 PM    


জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ (দুই বছর) সেশনের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিল্পপতি, পেশাজীবী, ব্যবসায়ী, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ। শুক্রবার (১৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ও উপদেষ্টা মাওলানা ফুরকানুল্লাহ খলীলের অনুমোদনক্রমে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

সভাপতি অধ্যাপক ড. মুস্তফা কামিল মাদানী, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল আমীন মাদানী মুহাদ্দিস ও হোস্টেল সুপার, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম। সহ-সভাপতি মাওলানা ইহতেশামুল হক মাদানী, প্রভাষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। শেখ সাইফুল্লাহ মাদানী, আল ঈমান ফাউন্ডেশন। মাওলানা কাজি শফি উল্লাহ, পরিচালক, শাহ ওয়ালি উল্লাহ মাদরাসা, হাটহাজারি। মাওলানা শোয়াইব উদ্দীন মক্কী, প্রভাষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। মাওলানা ইনআমুল হক সিরাজ মাদানী, মুহাদ্দিস, জামিয়া দারুল মা’আরিফ ও একাডেমিক এডভাইজার, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা।

সাধারণ সম্পাদক ড. মাওলানা শফি উল্লাহ্‌ কুতুবী, সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী শিক্ষক ও মহাসচিব, আন-নাদী আস-সাকাফী, জামিয়া দারুল মা’আরিফ। মাওলানা আলা উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক, সাদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ এনামুল হক মাদানী, শিক্ষক, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা দিদারুল আলম, প্রিন্সিপ্যাল, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা চট্টগ্রাম। মাওলানা শাহাদাত হোসাইন চৌধুরী, প্রভাষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ মুজিব, শিক্ষক, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম। সহ-অর্থ সম্পাদক মাওলানা নোমান শামস, শিক্ষক, দারুল আরকাম মাদরাসা চট্টগ্রাম। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিসবাহুদ্দীন মাদানী, শিক্ষক, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা রোকন উদ্দীন, শিক্ষক, আল-হুমায়রা মহিলা মাদরাসা চট্টগ্রাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, কাপাসগোলা আদর্শ মহিলা মাদরাসা।

উপ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান, শিক্ষক, হালিশহর বায়তুল করীম মাদরাসা। তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হামেদ ফরিদ,  শিক্ষক, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ সালামত উল্লাহ মাদানী, পরিচালক, আল মা'হাদুল আলী চট্টগ্রাম। অফিস সম্পাদক মাওলানা সানাউল করীম, শিক্ষক, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আফফান বিন উসমান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর সিদ্দিকী, ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক মাওলানা আহমদ নাসির, শিক্ষক, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া। সহ-ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক মাওলানা শাহেদুল ইসলাম, শিক্ষক, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া।

নির্বাহী সদস্য ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, শিক্ষক ও সহকারী মহাসচিব আন-নাদী, জামেয়া দারুল মা’আরিফ। মাওলানা মুর্তাজা কামাল, শিক্ষক, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম।  মাওলানা আখতার মাহমুদ, কো-অর্ডিনেটর, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা চট্টগ্রাম। মাওলানা মুহাম্মদ শোয়াইব,  ভাইস প্রিন্সিপাল, তানযিমুল উম্মাহ মাদরাসা, হালিশহর।

গত বছরের ৩১ ডিসেম্বর পরিষদের বার্ষিক কাউন্সিলে প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানিকে সভাপতি, ড. শফিউল্লাহ কুতুবিকে সাধারণ সম্পাদক, হাফেজ এনামুল হক মাদানীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাহমুদ মুজিবকে অর্থ সম্পাদক করে আংশিক কমিটি নির্বাচিত করেন পরিষদের আজীবন প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। পরিষদের সংবিধান অনুযায়ী আংশিক কমিটি গঠিত হওয়ার অনধিক ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিধান থাকায় কিছুটা সময় নিয়ে পরিষদের সাধারণ সদস্যদের জীবন-বৃত্তান্ত, ব্যক্তিগত ভাবমূর্তি, দারুল মা’আরিফের প্রতি দায়বদ্ধতা, দ্রুত যোগাযোগ ও যাতায়াতে সক্ষমতা, পরিষদ-সংশ্লিষ্ট কাজে দক্ষতা, অতীত পারফর্মেন্স- ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

প্রসঙ্গত, দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামিয়া দারুল মা’আরিফের প্রাক্তণ ছাত্রদের এক সুতোয় গ্রথিত করার লক্ষ্যে ২০১৮ সালের ১৪ মার্চ ড. মাওলানা জসিম উদ্দীন নদভীর রাহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে পরিষদের যাত্রা শুরু হয়।