| |
               

মূল পাতা আরো সোশ্যাল মিডিয়া কুরআনে হাফেজ ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের আকুতি


হাফেয যুবায়ের

কুরআনে হাফেজ ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের আকুতি


রহমত ডেস্ক     16 January, 2022     06:21 PM    


হযরত হাফেজ্জী হুজুর রহ. এর মেঝো ছেলে মাওলানা ওবায়দুল্লাহ রহ. এর নাতি মেধাবী তরুণ হাফেয যুবায়ের এর নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন ‌তাঁর মা মোমেনা খাতুন।

এক ফেসবুক স্ট্যাটাসে মোমেনা খাতুন লেখেন, গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় মোবাইলে আমার ছেলে যুবায়েরের ম্যাসেজ আসে। "আমি দেশে চলে যাচ্ছি। সৌদির সরকারী রুসুম এরসব টাকা পরিশোধ করে দিয়েছি। বাংলা দেশে নেমে তোমাদের কে জানাবো। আস্সালামু আলাইকু।

ম্যাসেজটা আরবিতেই লিখেছিল যুবায়ের। ছোটবেলা থেকে সৌদিতে বড় হয়েছে।  যুবা্য়ের হাফিজ্জী হুজুরের ছেলের নাতি।জামেয়া তায়েফ  থেকে শরিয়া বিভাগ থেকে অনার্স শেষ করেছে৷ তার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ভালমানের কোন ইফতা বিভাগ থেকে উচ্চতর পড়াশোনা শেষ করবে। পাশাপাশি বাংলাটাও ভাল করে শিখবে।

এ বছর পুরো পরিবারসহ আমাদের দেশে চলে আসার কথা ছিল। অপেক্ষা করতে হচ্ছিল আমার মেয়ের কম্পিউটার সায়েন্স অনার্সটা শেষ হওয়ার জন্য। আমাদের সরকারি রূসুমও বাকি ছিল। তবে যুবায়েরের যেহেতু অনার্স শেষ, তাই ও সময় নষ্ট করতে চায়নি। আগে আগেই চলে আসে। আমরা যদি তাকে একা আসতে না দেই, এ কারণে সে না জানিয়েই চলে আসে। 

যুবায়ের দেশে যাচ্ছে এ খবর শুনেই ওর আব্বা যুবায়েরের চাচাদের ফোন করে জানায়। এয়ারপোর্টে গিয়ে চাচারা যুবায়েরকে রিসিভ করে বাসায় নিয়ে আসে। 

যুবায়েরের বাবার বাড়ি ঢাকার বসিলা্য় ঘাটারচরের ওলামানগরে। দেশে আসলে আমরা সেখানেই থাকি। যুবায়ের সেখানে উঠেছে। সেই বাসায় ওর চাচা থাকেন । আমার সাথে যুবায়েরের নিয়মিত কথা হচ্ছিল। যুবায়ের সিম কিনতে পারেনি৷ তাই ওর এক ফুফাতো ভাইয়ের ফোনে কল দিয়ে কথা বলতে হত। 

দেশে যাওয়ার তিনদিন পর, ৩১ ডিসেম্বর দুপুরে যুবায়েরের সাথে কথা বলার জন্য ওর ফুফাতো ভাইকে ফোন দেই আমি। সে জানায়, ফজরের পর থেকে যুবায়েরকে পাওয়া যাচ্ছেনা। এক চাচার সাথে ফজরের নামাজ পড়তে বের হয়ে যুবায়ের নামাজের পর আর ফিরে আসেনি। সাথে সাথে যুবায়েরের আব্বু ওর চাচাকে ফোন করে। তিনিও একই কথা বলেন। একটু পর পর ফোন দিতে থাকি। কিন্তু কোথাও যুবায়েরকে পাওয়া যাচ্ছেনা। ২৪ ঘন্টা পর জিডি করার জন্য আমরা থানায় যেতে বলি। কিন্তু থানায় শুধু লিখিত অভিযোগ করা হয়। 

প্রশাসনে আমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই অভিযোগের কাগজ দেখিয়ে সহযোগিতা চাই। তারা আমাদেরকে জিডি করতে বলেন। কিন্তু দূর প্রবাসে বসে এতটাই অক্ষম অবস্থায় ছিলাম যে ছেলে হারিয়ে যাওয়ার তিনদিন পরও জিডি করাতে পারিনি কাউকে দিয়ে। একমাত্র ছেলেকে হারিয়ে আমরা তখন কতটা অসহায় হয়ে পড়েছি এটা শুধু আল্লাহ জানেন। শুধু আল্লাহর কাছে বলেছি, আমার ছেলেটাকে যেন সহিহ সালামতে ফিরিয়ে দেন। 

এভাবে যুবায়েরকে খুজতে খুজতে পুরা একটা সপ্তাহ কেটে যায়। দিনদিন আমি আরো বেশি পাগলের মত অস্থির হয়ে যেতে থাকি। সবার কাছে ফোন করে বলতে থাকি আমার ছেলেটাকে একটু খুজে বের করে দিতে। 

সর্বশেষ ৬ই জানুয়ারি যুবায়েরর এক মামা ও এক চাচা জিডি করার জন্য আবার থানায় যায়। কিন্তু সেদিন পুলিশকে জিডি নেওয়ার কথা বলার সাথেই সাথেই পুলিশ অনেক কিছু জিগাস করতে শুরু করে। যুবায়েরের পাসপোর্ট দেখতে চায়। 

একপর্যায়ে পুলিশ জানায়, ডুবুরিরা গত ৩ জানুয়ারি বসিলা ব্রিজ থেকে একটা লাশ উদ্ধার করেছে। জিডি করার আগে সে লাশটা দেখে নিতে৷ কিছুক্ষণ পর যুবায়েরের আব্বুকে ফোন করে জানানো হয় উদ্ধার করা লাশটা যুবায়েরের।

পুলিশ আমাদেরকে জানায়, লাশ উদ্ধারের পর পুলিশ বাদি হয়ে একটা অপমৃত্যুর মামলা করেছে। তদন্তেরও অগ্রগতি হচ্ছে। আজ যুবায়েরের বাবার বাড়ি থেকে যুবায়ের সবকিছু জব্দ করেছে পুলিশ।

আমার ছেলে যুবায়ের খুবই শান্ত স্বভাবের ছিল। কখনোই কারো সাথে ঝগড়া পর্যন্ত করতো না।  নামাজের প্রতি কখনোই অবহেলা করতে দেখিনি। ওয়াক্ত হলে সবার আগে নামাজ পড়ে এরপর অন্য কাজ করতো। কুরআনের হাফেজ ছিল। দশ ক্বিরাতের উপর সে সার্টিফিকেট নিয়ে ক্বারীও হয়েছিল। ওর তিলাওয়াত অনেক সুন্দর। যে মসজিদে যুবায়ের নামাজ পড়াতো সেখানকার মুসল্লিরা এখনো প্রতিদিন আমার বাসায় আসছে। ওর ইন্তেকালের খবর শুনে কাদছে। মুসল্লিরা আমার ছেলেকে এত বেশি ভালবাসতো। 

এমন নিস্পাপ একটা ছেলেকে কারা এতটা নির্মমভাবে হত্যা করে ফেলতে পারলো আমি এটা জানতে চাই। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। আমি একজন ছেলেহারা অসহায় মা হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।