| |
               

মূল পাতা অর্থনীতি বিশ্ববাজারে কমলো সোনার দাম


বিশ্ববাজারে কমলো সোনার দাম


রহমত ডেস্ক     08 January, 2022     10:13 AM    


টানা তিন সপ্তাহ বাড়ার পর গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমছে। গত সপ্তাহে সোনার দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রুপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ।

টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে আন্তর্জাতিক বাজারে সোনার টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। পরের সপ্তাহ সোনার দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনও মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দশমিক ৮০ শতাংশ বেশি।

আন্তর্জাতিক বাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।