| |
               

মূল পাতা আন্তর্জাতিক নবী মুহাম্মদের অবমাননা বাকস্বাধীনতা নয় : পুতিন


নবী মুহাম্মদের অবমাননা বাকস্বাধীনতা নয় : পুতিন


আন্তর্জাতিক ডেস্ক     24 December, 2021     07:34 PM    


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নবী মুহাম্মদের অবমাননা বাকস্বাধীনতা নয়। ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতির লঙ্ঘন’।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পুতিন বলেন, রাশিয়া একটি বহু-জাতিগত এবং বহু-স্বীকৃতিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে। তাই রাশিয়ানরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত। কিন্তু অন্য কিছু দেশে এই সম্মানের অভাব রয়েছে।

এসময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রাশিয়ার সৈন্যদের জন্য নিবেদিত ওয়েবসাইটে নাৎসিদের ছবি পোস্ট করারও সমালোচনা করেন পুতিন।  একইসঙ্গে সাধারণভাবে শৈল্পিক স্বাধীনতার প্রশংসা করে পুতিন বলেন, ‘এর সীমাবদ্ধতা রয়েছে এবং এটি অন্যান্য স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়।’