| |
               

মূল পাতা জাতীয় এ দেশে কোনো উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই : ধর্মপ্রতিমন্ত্রী


এ দেশে কোনো উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই : ধর্মপ্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     23 December, 2021     10:26 PM    


ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। এ দেশে কোনো উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে এবং থাকবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ আমরা এক সাথে সুখে-শান্তিতে বসবাস করতে চাই। কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম অথবা মসজিদের মাইকে ধর্মীয় অপপ্রচার চালিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেন তাহলে এই দায়ভার তাকেই নিতে হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল শাহিন, গহরডাঙ্গা মাদরাসার মোহতামিম রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমীন  প্রমুখ উপস্থিত ছিলেন।