| |
               

মূল পাতা আন্তর্জাতিক এবার চার মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো চীন


এবার চার মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো চীন


আন্তর্জাতিক ডেস্ক     21 December, 2021     06:01 PM    


এবার চার মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বেইজিং জানিয়েছে,  নিষেধাজ্ঞার আওতায় আছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংগঠন ইউএসছিআইআরএফ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও দুই কমিশনার। তারা চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না। চীনে থাকা তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান ব্যবসায়িক বা অন্য কোনো উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না নিষেধাজ্ঞাপ্রাপ্ত মার্কিনিদের সাথে।

চলতি মাসেই চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নেয়া হয়েছে এ পদক্ষেপ। চীনের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে দেশটির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওই চীনা প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। এরপর এ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো চীন।