| |
               

মূল পাতা জাতীয় ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে তুরস্ক


১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে তুরস্ক


রহমত ডেস্ক     14 December, 2021     10:55 AM    


১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। 

রবিবার (১৩ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগুর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের বৈঠকে এ ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থানরত ড. মোমেন এবং তার স্ত্রীর সম্মানে ওইদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে নৈশভোজের আয়োজন করেন। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের সম্মানে নৈশভোজের আয়োজন, আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ড. মোমেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকারের দেওয়া স্কলারশিপের সংখ্যা বাড়িয়ে ১০০টি করার জন্য অনুরোধ জানালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হন।