| |
               

মূল পাতা জাতীয় ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জমিয়তের অবদান রয়েছে’


‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জমিয়তের অবদান রয়েছে’


রহমত ডেস্ক     13 December, 2021     09:06 PM    


জমিয়তে উলামায়ে বাংলাদেশে-একাশের মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ছাত্র জমিয়ত শিক্ষার্থীদের ব্যক্তি গঠনের প্রতি মনোযোগী হওয়ার আহবান করে। ব্যক্তিগঠনের সর্বোত্তম আদর্শ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু ইসলাম গ্রহণের পর একদিন রাসূল সা. কে জিঙ্গাসা করলেন- হে আল্লাহর রাসুল সা. আমার কাজ কি? রাসূল সা. উত্তর দিলেন- আমার যেই কাজ তোমারও সেই কাজ। জাতিকে ইসলামের দিকে আহবান করা। জমিয়তের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জমিয়তের অবদান রয়েছে, জমিয়ত একমাত্র ইসলামী সংগঠন স্বাধীনতা যুদ্ধের সময় যার তৎকালীন মহাসচিব মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. সাংগঠনিকভাবে রেজুলেশন করে স্বাধীনতার পক্ষে জমিয়ত নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

আজ (১৩ ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় বরিশাল প্রেসক্লাবে ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের বরিশাল জেলার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন শেষে জমিয়তের প্রয়াত মহাসচিব আল্লামা কাসেমী রহ. এর মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধিবেশনের প্রধান অতিথি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বরিশাল জেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ আব্দুর রহমান ছাব্বিতের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সা’আদ বিন জাকিরের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষা পরিচালক মুফতী হাবিবুর রহমান কাসেমী। বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ। বক্তব্য রাখেন, বরিশাল মহানগর জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতী নোমান আহমাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, ছাত্র জমিয়ত বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সিফাতুল্লাহ সা’আদ, ছাত্র জমিয়ত নেতা রফিকুল ইসলাম, নাজমুস সাকিব, আব্দুর রহমান প্রমুখ।