| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি বাসায় ফেরেননি ডা. মুরাদ , কোথায় গেলেন তাহলে?


বাসায় ফেরেননি ডা. মুরাদ , কোথায় গেলেন তাহলে?


রহমত ডেস্ক     13 December, 2021     09:58 AM    


সদ্য পদ হারানো বহুল আলোচিত-সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরেছেন। তবে ঢাকায় ফিরলেও ধানমন্ডির নিজ বাসায় যাননি।

রোববার (১২ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা তাকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বিকেলে ৫টা ৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হতে দেখা যায় মুরাদকে। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গেছেন তা জানা যায়নি। রাতে ধানমন্ডির বাসায় স্ত্রী-সন্তানদের কাছে ফেরেননি বলেও জানা গেছে।

ডা. মুরাদের তিনটি বাসার মধ্যে একটি রাজধানীর শান্তিনগরে, একটি ধানমন্ডিতে এবং অপরটি প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া মিন্টো রোডে। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকার হারিয়েছেন। এ ছাড়া সরকারি বরাদ্দের ওই বাসায় তিনি প্রতিমন্ত্রী থাকার সময়েও খুব একটা যাননি। শান্তিনগরের বাসাতেও তার তেমন যাতায়াত নেই। তবে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে যাচ্ছেন কি না, সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার (৬ ডিসেম্বর) মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন তিনি। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।