মূল পাতা আন্তর্জাতিক বাইডেনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্রস্তুত তিন কোটি মানুষ !
আন্তর্জাতিক ডেস্ক 13 December, 2021 02:28 PM
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ২০ থেকে ৩০ মিলিয়ন মানুষ অস্ত্র তুলে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন একজন মার্কিন সাংবাদিক। রবিবার (১২ ডিসেম্বর) নিউ ইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল এমএসএসবিএস-এর জাতীয় সম্পর্ক বিশ্লেষক জন গেলম্যান এ দাবি করেন। এ দাবি শুনে হতবাক হয়ে পড়েছেন বহু মার্কিনি।
গেলম্যান বলেছেন, গবেষণায় আট থেকে সম্ভবত ১২ শতাংশের বেশি মানুষ বলেছেন, জো বাইডেন অবৈধ ছিলেন এবং তাকে অপসারণ করে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় রাখার জন্য সহিংসতা একটি উপযুক্ত হাতিয়ার।
তিনি আরো বলেছেন, ২০ থেকে ৩০ মিলিয়ন মানুষ অস্ত্র তুলে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। ট্রাম্পের এই সমর্থকরা রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণ-আন্দোলনের পক্ষে বলেও মন্তব্য করেছেন তিনি।
গেলম্যানের এই বক্তব্য যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে। গেলম্যান যে বলেছেন, কোটি কোটি মানুষ অস্ত্র তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছে; এই ধরনের 'দায়িত্বহীন সাংবাদিকতা' করার জন্য এমএসএনবিসির বিরুদ্ধে বক্তব্য জোরালো হচ্ছে এবং অনেকেই এমএসএনবিসির সমালোচনা করছেন।
সূত্র : আরটি।