| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব শীঘ্রই ইরাক ত্যাগ করবে মার্কিন সেনারা


শীঘ্রই ইরাক ত্যাগ করবে মার্কিন সেনারা


মুসলিম বিশ্ব ডেস্ক     12 December, 2021     02:23 PM    


ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি ঘোষণা করেছেন, তার দেশে মোতায়েন বিদেশি সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়ে বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে।

ইরাকের প্রধানমন্ত্রী একইসঙ্গে জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে।

মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।

ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরো বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

উৎস, পার্সটুডে