| |
               

মূল পাতা উপমহাদেশ আবারও বিতর্কিত মন্তব্য / ১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী


আবারও বিতর্কিত মন্তব্য / ১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 December, 2021     08:47 PM    


১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ‘স্বর্ণিম বিজয় বর্ষ’র ‘বিজয় পর্ব’ উদযাপন করতে আজ আমরা সবাই ইন্ডিয়া গেটে সমবেত হয়েছি। এই উৎসবটি ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় বিজয়কে স্মরণ করিয়ে দেয়; যা দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোল—উভয়ই বদলে দিয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ১৯৭১ সালের যুদ্ধে বিজয় এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাজনাথ।

রাজনাথ সিং বলেন, ‘আজকের দিনে আমি ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেক সৈন্যের সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। যার কারণে ১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়ী হয়। ভারত সবসময় সেই সব সাহসী হৃদয়ের আত্মত্যাগকারী সৈন্যদের কাছে ঋণী থাকবে।’

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‌‘ভারতের যুদ্ধ’ এবং সেই যুদ্ধে ‘ভারত জয়ী’ হয়েছিল বলে ভারতের অনেক নেতা বিতর্কিত মন্তব্য করেছেন।

/জেআর/