| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সৌদিতে কি আসলেই নিষিদ্ধ হয়েছে ‘তাবলিগ জামাত’


সৌদিতে কি আসলেই নিষিদ্ধ হয়েছে ‘তাবলিগ জামাত’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 December, 2021     02:52 PM    


সৌদি আরবে ‘তাবলিগ জামাত’কে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ব্যাপারে খবর নিয়ে জানা গেছে, সৌদিতে তাবলিগ নিষিদ্ধের খবর আসলেই সত্য।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ খবরের সত্যতা জানিয়েছেন। খবর জিনিউজের।

 

His Excellency the Minister of Islamic Affairs, Dr.#Abdullatif Al_Alsheikh directed the mosques' preachers and the mosques that held Friday prayer temporary to allocate the next Friday sermon 5/6/1443 H to warn against (the Tablighi and Da’wah group) which is called (Al Ahbab)

— Ministry of Islamic Affairs 🇸🇦 (@Saudi_MoiaEN) December 6, 2021 ">http://

His Excellency the Minister of Islamic Affairs, Dr.#Abdullatif Al_Alsheikh directed the mosques' preachers and the mosques that held Friday prayer temporary to allocate the next Friday sermon 5/6/1443 H to warn against (the Tablighi and Da’wah group) which is called (Al Ahbab)

— Ministry of Islamic Affairs 🇸🇦 (@Saudi_MoiaEN) December 6, 2021

 

 

তাবলিগ জামাত সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

অন্যদিকে তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত- এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের সংগঠনটি গঠিত হয়।

/জেআর/