| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি ইসলামী হুকুমত কায়েম হলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত হবে: খেলাফত আন্দোলন


ইসলামী হুকুমত কায়েম হলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত হবে: খেলাফত আন্দোলন


নিজস্ব প্রতিনিধি     12 December, 2021     09:28 PM    


আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হযরত হাফেজ্জী হুজুর রহ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনয়ন পত্র প্রদান  করা হয়েছে। 

রবিবার (১২ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনের হাত থেকে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইন্জিনিয়ার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, কালো টাকা ও পেশিশক্তির প্রভাবে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচনে জয় লাভ করতে পারছে না। ভোটারদের উচিত অর্থের প্রলোভন ও রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা। আল্লাহ ভীরু ব্যক্তি নির্বাচিত হলে দূর্নীতি-দূরাচার বন্ধ হয়ে দেশের উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, জাতি আজ তাদের নাগরিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত। খেলাফত শাসন ব্যবস্থা তথা  ইসলামী হুকুমত কায়েম হলে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।