| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে আমাদের সন্ত্রাসী হতে হবে : রিজভী


প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে আমাদের সন্ত্রাসী হতে হবে : রিজভী


রহমত ডেস্ক     11 December, 2021     08:58 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী যে শিক্ষা দিচ্ছে, বিএনপি নেতাকর্মীরা তার উল্টোটা শিক্ষা নেবে তাহলে তারা হবে মানবিক, গণতান্ত্রিক এবং তারা জনগণের পক্ষে থাকবে। স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে। আর প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে আমাদের ক্রসফায়ার দেওয়া শিখতে হবে। সন্ত্রাসী হতে হবে। কী করে বৈঠা দিয়ে লাশের ওপর নাচতে হয় সেটা শিখতে হবে। খুন, গুম করা শিখতে হবে। একটার বদলে দশটি লাশ ফেলতে হবে, এটা প্রধানমন্ত্রী বলেননি? তাহলে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে আমাদের তো তাই করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হতে হবে। তার বিপরীত শিক্ষা নিলে বলবে কোনও লাশ নয়। 

আজ (১১ ডিসেম্বর) শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত খালেদা জিয়াকে বিদেশে সু-চিকিৎসা, স্থায়ী মুক্তি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচি বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতন্ত্র সম্মেলন হয়ে গেল। বাংলাদেশকে সেখানে ডাকা হয়নি। এরপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে গতকাল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়। লেখাপড়ার ক্ষেত্রে তাদের সন্তানদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিষেধাজ্ঞা দিয়েছে যে, সেখানে তাদের অর্থ থাকলে সেগুলোও বাজেয়াপ্ত করা হবে। কেন যুক্তরাষ্ট্র এই কর্মকর্তাদের নিষিদ্ধ করেছে? তারা তো চোখ বন্ধ করে নেই। দেশে কি হচ্ছে তারা সবই দেখছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ যা‌রা গুম হয়েছে, যুক্তরাষ্ট্রে কি জানে না কেন গুম হয়েছে? কে গুম করেছে? আওয়ামী লীগ ম‌নে ক‌রে‌ছেন চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয়ে যাবে? কিন্তু চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না, সেটা এখন শুরু হয়েছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টসহ বিদেশের অনেক সংসদ সদস্য আবেদন করে চিঠি দিয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের এম‌পি পার্লামেন্টে এ বিষয়ে কথা বলেছেন। তাতেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না। তিনি ৪০১ ধারা দেখান। তাতেও কোনোভাবে খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা আটকানোর কোনো কথা নেই। খালেদা জিয়াকে কোনও আইনের মাধ্যমে আটকানো যাবে না। তাকে আটকানোর একমাত্র পথ হচ্ছে পাষাণ বটবৃক্ষ প্রধানমন্ত্রী, অন্য কেউ নয়।