| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকার তৈরি সমস্ত অস্ত্র ধ্বংসের নির্দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর


আমেরিকার তৈরি সমস্ত অস্ত্র ধ্বংসের নির্দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 December, 2021     08:30 PM    


মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সমস্ত অস্ত্র তার দেশে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। জানা গেছে, তার দেশের সামরিক বাহিনীকে এ নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা- পরবর্তী প্রজন্মের যারা সরকারের নেতৃত্ব দেবে তাদের জন্য একটি সতর্কবার্তা। যদি তারা স্বাধীন প্রতিরক্ষা খাত পরিচালনা করতে চায়, তাহলে তারা যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করে।’

শনিবার (১১ ডিসেম্বর) পার্স টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সামজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নিজেই এ ঘোষণার কথা জানিয়েছেন।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, বহু দেশের কাছে মার্কিন অস্ত্র থাকার পরও যুদ্ধে হেরে গেছে। মার্কিন অস্ত্রের গুণগত মান নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ওই দেশটির অস্ত্র এ দেশের কোথাও ব্যবহার করতে দেওয়া হবে না।

সেন বলেন, ‘সামরিক বাহিনীর সমস্ত ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি যে, কম্বোডিয়ার হাতে এ মুহূর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে, এর মধ্যে যদি আমেরিকার তৈরি কোনো অস্ত্র থাকে, তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।

/জেআর/