| |
               

মূল পাতা জাতীয় মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     09 December, 2021     02:55 PM    


নারীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ড এবং আপত্তিকর অডিও ফাঁসের জেরে  সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, মুরাদ হাসান বিদেশে যাবেন কি না, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে টিকিট কেটেছেন বলে জানা যায়।  বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে কানাডায় যাওয়ার জন্য তিনি টিকিট কেটেছেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার পাসপোর্টটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকেও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকাও তার নামটি বাদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার নাম নেই।
  
এদিকে মুরাদ হাসানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক জানান, মুরাদ হাসান দল থেকে বহিষ্কার হলেই তার সংসদ সদস্য পদ থাকা না থাকার আইনি বিষয়টি পর্যালোচনা করা হবে। মুরাদ হাসানের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ বলেও জানান আনিসুল হক।