| |
               

মূল পাতা আন্তর্জাতিক নিউজিল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে সিগারেট


নিউজিল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে সিগারেট


আন্তর্জাতিক ডেস্ক     09 December, 2021     06:42 PM    


নিউজিল্যান্ডে সিগারেট নিষিদ্ধ হতে যাচ্ছে। ফলে, ১৪ বছরের কিশোর থেকে তদূর্ধ্ব ব্যক্তিরা প্রকাশ্যে কিনতে পারবেন না সিগারেট। আইনগতভাবে সেটি হবে অপরাধ। কেউ সিগারেট কিনলে তাকে পেতে হবে শাস্তি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ নিয়ে ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভিরেল। তিনি দিনটিকে নিউজিল্যান্ডের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালে পুরোদমে কার্যকর হবে সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তটি। 

‘স্মোক ফ্রি আও-তে-রোয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ’ কর্মপরিকল্পনাটি আগামী জুনে তোলা হবে পার্লামেন্টে। সরকারের প্রত্যাশা, ২০২২ সালের শেষ নাগাদ এটি পরিণত হবে আইনে। সব সিগারেটে কমানো হবে নিকোটিনের পরিমাণ। সেটি বাস্তবায়িত হলে ভূটানের পর নিউজিল্যান্ড হবে বিশ্বের দ্বিতীয় দেশ যারা নিষিদ্ধ করবে সিগারেট।