| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি যেখানে আত্মগোপনে ছিলেন মুরাদ


যেখানে আত্মগোপনে ছিলেন মুরাদ


রহমত ডেস্ক     08 December, 2021     10:48 AM    


নারীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ডা. মুরাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘অসৌজন্যমূলক’ মন্তব্য ও এক চিত্রনায়িকাকে তুলে এনে ধর্ষণের হুমকির অডিও ক্লিপ ফাঁস হয়। আর এই কল রেকর্ড ফাঁসের পর চারদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই ঢাকা ছাড়েন তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মো. মুরাদ হাসান। 

জানা গেছে, সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কাউকে না জানিয়েই চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে যান ডা. মুরাদ । পরে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আসলে কাউকে না জানিয়েই গভীর রাতে হোটেল ছাড়েন তিনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে চট্রগ্রামের রেডিসন ব্লু হোটেলের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা রাফাত সালমান  এসব তথ্য জানিয়েছেন।  

রাফাত সালমান আরও বলেন, ডা. মুরাদ হাসানের জন্য একটি রুম অগ্রীম বুকিং দেওয়া ছিল। দুপুরে তিনি হোটেলে চেকইন করেন। রাতে তিনি আবারও হোটেল ছেড়ে চলে যান। কিন্তু তার সঙ্গে কোনও প্রটোকল ছিল না।

জানা গেছে, হোটেলে প্রবেশ এবং বের হওয়ার সময় তার সঙ্গে কোনো প্রটোকল ছিল না। এছাড়া রাতে হোটেল ছেড়ে যাওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাও মানেনি বলে জানান সুত্রটি।