| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতের মসজিদে মূর্তি স্থাপনের হুমকি


ভারতের মসজিদে মূর্তি স্থাপনের হুমকি


আন্তর্জাতিক ডেস্ক     08 December, 2021     09:49 AM    


ভারতের মথুরা শহরের শাহী ঈদগাহ মসজিদে একটি কৃষ্ণ মূর্তি স্থাপন করার হুমকি দিয়েছে একটি কট্টর হিন্দু ডানপন্থী দল  । এরপরই মথুরা শহরে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২৯তম বার্ষিকীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে, সোমবার বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে হিন্দু কট্টরপন্থীরা একটি সমাবেশের আয়োজন করেছিল। এটি বলেছে যে, হিন্দু গোষ্ঠীটি দেবতার ‘প্রকৃত জন্মস্থান’ এ কৃষ্ণ মূর্তি স্থাপন করার ঘোষণা দিয়েছে, তাদের দাবি অনুযায়ি ঐ স্থানে মসজিদের ভেতরে সেটি স্থাপণ করা হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের কাছে অবস্থিত মন্দিরের সামনে কিছু লোক শ্লোগান দেয় এবং উস্কানিমূলক বক্তব্য দেয়। 

এদিকে, পাকিস্তান সোমবার ভারত সরকারকে বাবরি মসজিদের জায়গায় একটি মন্দিরের অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে, ঐতিহাসিক মসজিদটিকে তার আসল জায়গায় পূণনির্মান করতে এবং মসজিদ ও ইসলামিক পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছে।