| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি পদত্যাগপত্রেও ভুল করলেন তিনি


পদত্যাগপত্রেও ভুল করলেন তিনি


রহমত ডেস্ক     07 December, 2021     05:08 PM    


নারীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর আজ মঙ্গলবার তার দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি। তবে এ পদত্যাগপত্রেও ভুল করেছেন মুরাদ হাসান। 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে সাড়ে ১২টায় ইমেইলে পদত্যাগপত্র পাঠান এ প্রতিমন্ত্রী।

ওই পদত্যাগপত্রে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানের তারিখ ২০২১ সালের ১৯ মে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে উল্লেখ করা তারিখটি ঠিক থাকলেও সালটি ভুল। প্রতিমন্ত্রীকে আসলে ২০১৯ সালের ১৯ মে দায়িত্ব প্রদান করা হয়।

বিষয়টি সংশোধন করে আবার পদত্যাগপত্র লেখা হচ্ছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।

প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুরাদ হাসান লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, স্ব-শ্রদ্ধেয় সালাম নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৯ মে ২০২১ তারিখের স্মারকমূলে আমাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। আমি আজ ৭ ডিসেম্বর ২০২১ সাল থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে ইচ্ছুক।

এমতাবস্থায়, আপনার নিকট বিনীত নিবেদন, আমাকে অদ্য ৭ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার লক্ষ্যে পদত্যাগপত্র গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।

গত কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর বক্তব্য এবং অডিও-ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ডা. মুরাদ হাসানকে আজকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।