| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৩ মিনিটের জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেলেন সিইও!


৩ মিনিটের জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেলেন সিইও!


আন্তর্জাতিক ডেস্ক     07 December, 2021     04:28 PM    


মাত্র তিন মিনিটের জুম কলে সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছেন নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডট কমের সিইও বিশাল গর্গ। এক সঙ্গে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে ওই বৈঠকে।

আমেরিকার সংবাদমাধ্যে খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল সংস্থার তরফে। সময় মতো হাজিরও হয়েছিলেন কর্মীরা। হঠাৎ-ই বৈঠকে যোগ দিয়ে সিইও জানিয়ে দেন, এক সঙ্গে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। যা শুনে স্বাভাবিক ভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে কর্মীদের। কারণ তারা তখনও জানেন না, ঠিক কী কারণে তাদের ছাঁটাই করা হল!

বৈঠকে বিশাল গর্গ বলেন, ‘খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয় বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ।

১৫ শতাংশ কর্মীকে গণছাঁটাইয়ের কারণ হিসেবে কর্মীদের কর্মক্ষমতা, উৎপাদনশীলতা ও বাজার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা জানান বিশাল গর্গ। 

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।