রহমত ডেস্ক 07 December, 2021 02:21 PM
নারীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য,বিতর্কিত কর্মকাণ্ড ও অডিও ফাঁসের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতারের দাবিও তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিয়ে এই দাবি জানান তিনি।
রিজভী বলেন, ‘শুধু পদত্যাগ নয়, তাকে গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে।’
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই ধরনের ব্যক্তি রাজনীতি করার অযোগ্য। তিনি যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন তিনি আর রাজনীতিতে থাকার যোগ্যতা রাখেন না। তাকে দলের সব পর্যায়ের পদ বা অবস্থান তা থেকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।
রিজভী বলেন, মুরাদ হাসান যে অন্যায় কথা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তার বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে।