মূল পাতা আন্তর্জাতিক অং সান সুচির ৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক 06 December, 2021 01:28 PM
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে বিরুদ্ধে প্রথমবারের মত দুটি মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। বিবিসি'র এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।
ভিন্নমত উসকে দেওয়া এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে অং সান সুচিকে দোষী সাব্যস্ত করে সোমবার দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে এবং করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে তাকে এই দন্ডে দন্ডিত করা হয়। যদিও তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।
দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং জনরোষে উসকানি দেওয়াসহ নানাবিধ অভিযোগে গৃহবন্দি রয়েছেন অং সান সুচি।