| |
               

মূল পাতা জাতীয় আগামীকাল ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব


আগামীকাল ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব


রহমত ডেস্ক     06 December, 2021     10:20 AM    


দুই দিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবার দ্বিপাক্ষিক বৈঠকেও সীমান্ত হত্যা বন্ধ আর তিস্তার পানি চুক্তি সইয়ের কথা তুলবে বাংলাদেশ। পাশাপাশি দুদেশের যোগাযোগ বা কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি। প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রসচিব। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। দ্বিপাক্ষিকি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্র সচিব।

পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে নিয়মিত আলোচনার ওপর জোর দিচ্ছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বললেন, স্থল ও সমুদ্রসীমার মত সব সমস্যারই সমাধান সম্ভব।