| |
               

মূল পাতা জাতীয় সরকারের একার পক্ষে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী


সরকারের একার পক্ষে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     05 December, 2021     08:36 AM    


পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ‘সরকারের একার পক্ষে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’। এ জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যেন ঝরে না পড়ে সে জন্য কাজ করতে সরকার বদ্ধপরিকর। উন্নয়নের মহাসড়কে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

শনিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্যানেল আলোচনার উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

‘বিশ্ব শান্তি সম্মেলন’ উপলক্ষে এই প্যানেল আলোচনার আয়োজন করা হয়। বিকেলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আজ রোববার এ সম্মেলন শেষ হবে। 

সম্মেলনে ৫০টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি সশরীর বা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি সম্মেলন থেকে আমরা বিশ্বকে শান্তির বার্তা দিতে চাই। আমরা চাই এই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। টেকসই শান্তির জন্য প্রয়োজন একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহনশীলতা। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশে ও বিদেশে শান্তিপূর্ণভাবে বিভিন্ন সমস্যার সমাধান করছেন। শান্তির প্রতি তার অগাধ বিশ্বাস। জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী শান্তির সংস্কৃতির ধারণা দিয়েছেন। এটি আমরা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।