| |
               

মূল পাতা আন্তর্জাতিক যে কারণে ইহুদিদের জন্য কোরআন অনুবাদ করছে মিশর


যে কারণে ইহুদিদের জন্য কোরআন অনুবাদ করছে মিশর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 December, 2021     06:39 PM    


মুসলিম দেশ মিশর ইহুদিদের জন্য হিব্রুভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদ করছে। জানা গেছে, বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মধ্যে এ অনুবাদ ছড়িয়ে দেওয়া হবে।

শনিবার (৪ ডিসেম্বর) আরব নিউজ জানায়, ইহুদি প্রাচ্যবিদদের ভুল ব্যাখ্যার জবাবে মিশর এ উদ্যোগ নিয়েছে।

গত বুধবার মিশরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, হিব্রু ভাষায় আগে ইহুদিরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে। এ কারণে ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রুভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হিব্রুভাষায় কোরআনের একটি অনুবাদ রয়েছে। ইহুদি প্রাচ্যবিদরা সেই অনুবাদে কোরআন শরীফের অনেক ভুল ব্যাখা দিয়েছেন বলে ইসলামিক স্কলাররা মনে করেন। এবার মিশরের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইহুদিদের ভুলে ব্যাখ্যার জবাব দেওয়া হবে বলে মনে করছেন দেশটির আলেমরা।

/জেআর/